আমি এলাকায় আছি: যুবদল নেতা হাবিবুর
সুনামগঞ্জ প্রতিনিধি
আমি এলাকায় আছি পালিয়ে যায়নি আর পালিয়ে যাওয়ার কোনো কারনও নেই। আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আর্দশের রাজনীতি করেন বলে জানিয়েছেন হাবিবুর রহমান।
তিনি জানান, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ সভাপতি,সাবেক ওয়াড যুবদলের সভাপতি। এছাড়াও বর্তমান উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য পদে রয়েছি।
সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারের সাথে আমাকে জড়িয়ে বলা হয়েছে আমি পলাতক আছি। কিন্তু আমি এলাকায় আছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার সমর্থন ছিল শুরু থেকেই। এখন আমার বিরুদ্ধে আমার প্রতিপক্ষরা মিথ্যা অপ্রচার চালাচ্ছে। মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই।
উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ডা.শামসুদ্দীন জানান,হাবিবুর রহমান আমাদের লোক সে কোনো অপকর্মে জড়িত নয়,এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিল। সে বিএনপি সহযোগী সংগঠনের সক্রিয় নেতা। সে এলাকায় আছে আমাদের সাথেই আছে।
সুনামগঞ্জ জেলা যুব দলের সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম জানান,হাবিবুর রহমানকে জড়িয়ে এক কুচক্রী মহল মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে যা মিথ্যা ও বানোয়াট। সে যুবদলের রাজনীতির সাথে জড়িত। আক্রোশের বশবর্তী হয়ে সংবাদে তার নাম জড়ানো হয়েছে।