বন্যার্তদের পাশে তারকারা
দৈনিকসিলেট ডেস্ক
দেশের আট জেলায় আকস্মিক বন্যায় এ পর্যন্ত ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গেছেন দুজন। বৃহস্পতিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ দিকে বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। সোশ্যাল মিডিয়ায় দেশের বন্যার পরিস্থিতি দেখে সুদূর অস্ট্রেলিয়া থেকে চিত্রনায়িকা শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ, দেশের মানুষগুলোকে রক্ষা করো!’
পূজা চেরী সরাসরি স্রষ্টার উদ্দেশে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘এই অবুঝ চাহনি। হে ঈশ্বর তুমি কি দেখছ না?’
চিত্রনায়ক জায়েদ খানের ভেতরও হু হু করে উঠেছে বন্যাকবলিত নিষ্পাপ শিশুর মুখ দেখে। তিনি লিখেছেন, ‘কোনোভাবেই সহ্য করার মতো না। এটা দেখার পর মানুষ কীভাবে থাকে! বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি। আল্লাহ আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সকল বন্যাবাসী মানুষদের হেফাজত করেন।’
এদিকে বন্যার্ত এলাকার একটি ছবি শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো।’
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে বন্যার কয়েকটি ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা বুবলী। ছবিগুলোতে দেখা যায়, প্রবল গতিতে বন্যার পানি প্রবেশ করছে জনপদে। জীবন রক্ষায় নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকে। অনেকে গৃহপালিত পশু নিরাপদে সরিয়ে নিতে নৌকায় আশ্রয় নিয়েছেন। সব মিলে দুর্বিষহ চিত্র ফুটে উঠেছে।
বুবলী লিখেছেন, ‘নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
অভিনেত্রী মৌসুমী নাগ কিছু লিখতে পারেননি অসহায় বিপদগ্রস্ত মানুষগুলোর দিকে তাকিয়ে। দুই শব্দে প্রকাশ করেছেন সমবেদনা- ‘আহারে আহারে…।’
উল্লেখ্য, হঠাৎ করেই ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যাকবলিত হয়েছে। আট জেলায় মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।