শাবিতে মধ্যরাতে মোটরসাইকেলের মহড়ায় আতঙ্ক শিক্ষার্থীরা, নিরাপত্তায় সেনাবাহিনী
শাবিপ্রবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে মধ্যরাতে দূর্বৃত্তদের মোটরসাইকেলের মহড়ায় উচ্চস্বরে হর্ণ ও স্লোগানে আতঙ্ক সৃষ্টি হয়েছে হল শিক্ষার্থীদের মাঝে।
শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় নিরাপত্তা সংকট জনিত এ সমস্যা সৃষ্টি হয় বলে জানান হলের শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মীরা।
দুর্বৃত্তকারীদের এমন দুষ্কৃতিমূলক ঘটনার খবর পেয়ে রাত ৩টার দিকে সেনাবাহিনী এসে হলের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস দেন বলে জানা যায়। তখন তাদেরকে বিভিন্ন স্লোগান দিয়ে স্বাগত জানান হলের আবাসিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, প্রায় ১০টির মতো মোটরসাইকেলে করে হেলমেট পড়া ২০ থেকে ২৫ জন রাত সাড়ে ১২টার দিকে হলের সামনে এসে মহড়া দেয়। এসময় তাঁরা ‘হৈ হৈ রই রই, ছাত্রলীগ গেলি কই’ বলে স্লোগান দেন। ছেলেদের তিন হলের সামনেই দুষ্কৃতকারীরা এ মহড়া দিয়েছে।
তিনি আরও বলেন, হলের নিরাপত্তাকর্মীদেরকে তাঁরা বলে গেছেন যারা এখনও হলে আছেন তারা যেন আগামীকাল ১২টার মধ্যে হল ছেড়ে দেয়।’ তবে কে বা কারা এ মহড়া দিয়েছে, এ ব্যাপারে তারা জানতে পারেননি বলে জানান তিনি।
এদিকে শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী জুনায়েদ বলেন, ‘আমরা তিনহলের সাধারণ শিক্ষার্থীরা হলে অবস্থান করব বলে সিদ্ধান্ত নেই। শেষ রাতের দিকে সেনাবাহিনী এসে আমাদের নিরাপত্তার জন্য আশ্বাস দেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই থাকবেন।’
বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের নিরাপত্তাকর্মী আরিফ হোসেন বলেন, আমি হল গেইটে বসে ছিলাম। হঠাৎ করে ১০থেকে ১২টা মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ জন হলের সামনে এসে মিছিল দিচ্ছিল। এর মধ্যে মাস্ক ও হেলমেটধারী একজন এসে আমাকে বলে, হলের যারা আছে তারা হল থেকে যেনো জুম্মা নামাযের আগেই চলে যায়। এ কথা বলেই তাঁরা বঙ্গবন্ধু হলের দিকে চলে যায়।’