জাফলংয়ে মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের যাত্রা শুরু
সাইদুল ইসলাম গোয়াইনঘাট থেকে
সিলেটরে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মমিনপুর নব জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল।
বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম’র সভাপতিত্বে ও মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি রমজান সাদাফ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামিম পারভেজ, ইউ পি সদস্য নুর মোহাম্মদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুল্লাহ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতি ক্রমে রমজান সাদাফকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের কমিটি গঠন করা হয়।