শাল্লায় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন
নিশিকান্ত সরকার, শাল্লাপ্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সুনামগঞ্জের আরটিভি প্রতিনিধি শহীদনুর আহমেদের উপর হামলা ও গণমাধ্যম কর্মীদের অফিস ভাংচুরের প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জের শাল্লায় (২৩ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা শহীদ মিনারে মানববন্ধন করা হয়।
সিনিয়র সাংবাদিক বাদল দাশের সভাপতিত্বে ও আমীর মাহবুবের সন্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন। পীতম দাশ, বুপর্চাদ দাশ, বাদল দাশ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, সাংবাদিকদের কলমের মাধ্যমে দেশ ও জাতির কাছে সকল সত্য সংবাদ প্রকাশ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আর যদি কোনো সাংবাদিকদের উপর হামলা হয় তা আমরা আর মেনে নেবনা। অতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দোষীদের শাস্ত্রীর জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক নিশিকান্ত সরকার, আনুয়ার মাহবুব, পাভেল আহমেদ, দিলুয়ার হোসেন, নাইম আহমেদ, কালীপদ দাশ, ফখরুল আহমেদ প্রমুখ।