ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে খাজাঞ্চীতে ছাত্রদলের মিছিল
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী ও তাঁর গাড়ী চালক আনসার আলীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়না ঘর থেকে ফিরিয়ে দেয়ার দাবিতে শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে খাজাঞ্চি রেলওয়ে স্টেশনবাজারে বিক্ষোভ মিছিল ও সভা করেছে দলটির নেতাকর্মী।
খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সালমান আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ রায়হানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাবেক) তালুকদার গিয়াস উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েস আহমদ সবুজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আপ্তাব আলী, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম কবির মেম্বার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী যুবদল নেতা শাহজাহান, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, মৌরশ আলী, রিপন মিয়া, সালেহ আহমদ, রবিন আহমদ, কাইয়ুম আহমদ, আলমগীর, ফাহিম, আতিক, পাবেল আহমদ, রেদুয়ান, ফারুক আহমদ, রেদুয়ান (২), ফাহিম (২), মুক্তার আহমদ, আব্দুস সালাম, কাইয়ুম।
এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুর রব রাজু, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, সাজিদ মিয়া, সিরাজ মিয়া, আমরুশ মিয়া, দিলোয়ার হোসেন, তৈয়বৃর রহমান, আব্দুল হক, মাসুক মিয়া, করিম মিয়া, সাহাবউদ্দিন, রিয়াজউদ্দিন, ইউনিয়ন যুবদলের সহসভাপতি জমিরউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, আনোয়ার হোসেন, রুহেল আহমদ, জুয়েল আহমদ, ক্রীড়া সম্পাদক হেলাল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক কবির আহমদ, হেলাল আহমদ, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক সাহিদ আলী, সহসভাপতি আলী হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জাবেদ আলী, সদস্য জাকারিয়া, মোহাম্মদ আলী, কৃষক দল নেতা মিলাদ আহমদ, কৃষক দল নেতা কবির আহমদ, বাদশা মিয়া, মুক্তার আহমদ, আফসান আহমদ, জাহেদ আহমদ, নূর মিয়া, আমির আলী, আশিক মিয়া, সিরাজ মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে দুআ পরিচালনা করেন খাজাঞ্চি ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিরউদ্দিন।