চ্যালেঞ্জ যত বাড়বে আমরা তত শক্ত হবো: রিজওয়ানা হাসান
নুর উদ্দিন সুমন
পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে অন্তর্র্বতীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে দু’ঘন্টাব্যাপী আলোচনা সভায় বক্তব্য রাখেন অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, যে সরকারের অংশ হিসেবে আপনাদের কাছে এসেছি সেই সরকার প্রথাগত কোনো সরকার না। একটা বিপ্লব গণঅভ্যুত্থানের পরে গঠিত একটি সরকার। ৫ আগস্টের পরে আমাদের তিন দিন লেগেছে একটি সরকারের অবস্থায় আসতে এবং নানান রকম আইনশৃঙ্খলা জনিত চ্যালেঞ্জের মুখোমুখি আমরা করেছি, তার মধ্যে আবার বন্যা হয়েছে সবকিছু আমাদের মোকাবেলা করতে হচ্ছে এবং আমি মনে করি চ্যালেঞ্জ যত বাড়বে আমরা তত শক্ত হবো। এখানে এতে ভয়ের কিছু নেই। আমাদের প্রশাসনের সাথে সাধারণ মানুষের যোগাযোগটাকে নিয়মিত করা হয়নি, এই জন্য এই জনমুখী করণটা কেন করতে হবে কারণ হলো যে, এখন কিন্তু আমরা আপনাদের কাছে প্রত্যাশা করিনা একটা নতুন প্রজন্ম প্রত্যাশা করে এবং তারা সচরাচর আমরা যে সব ভাবি তারা এমনটা ভাবে না। তারা ভিন্ন ভাবে। আমি শুধু বাংলাদেশ হয়ে ভাবতে শিখেছি, তারা কিন্তু পৃথিবীর সব দেশের সাথে সংযোগ আছে। তাদের ইন্টারনেট আছে, অনেক জানে অন্য দেশে কেমন হয়। এ জন্য ছাত্রদের প্রত্যাশা বেড়ে গেছে। এই যে, এত কষ্ট, প্রাণহানি এতগুলো রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, এই রক্তের ঋণ পরিশোধ করতে শুধু দড়ি ধরে পিছনে টানলে হবে না আমাদের সামনে এগিয়ে যেয়ে কাজটা করতে হবে, কতগুলো বিষয়ে আমরা বিভক্ত থাকবো না, আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ড অবশ্যই চেষ্টা করছে, পানি উন্নয়নের কজন কর্মকর্তা আছে ধরে নিলাম ১০০ জন কিন্তু একশ জনে হইত না, হাজারো জনগণ তাদের সঙ্গে নেমেছে বলেই তারা পেরেছে এবং স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে ঝুকিপূর্ণ খোয়াই নদীর বাঁধ মেরামত করায় স্বাভাবিক রয়েছে।
পরিবেশের উদ্দেশ্য বলেন, পরিবেশ অধিদপ্তর জানালো জনবল সংকট, তাদের তিন জন মাত্র লোক আছে, এখন আমরা কি করব? ১৮ কোটি মানুষের দেশে আমরা যদি লোক খুঁজে বেড়াই তাহলে কেমন করে হবে? সাধারণ লোকজনকে আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি নাই, আমাদের সাথে সম্পৃক্ত করার একটা রাস্তা খুঁজে বের করতে হবে, আমি শাসক, আমি হুকুম দিব, আপনি প্রতিপালন করবেন আর আপনার কথা শুনলে শুনলাম এটা হবে না, এটা ধরে নিতে হবে আমি যদি একই কায়দায় চলি তাহলে এতগুলো মানুষের জীবন দেয়ার প্রয়োজন ছিলোনা। একটা কথা বুঝতে হবে অনেক কিছু আগের মতোই হচ্ছে, এটার কারণ হলো একই প্রশাসনের আমলে জনগণের মধ্যে আছি। পরিবর্তন পরিমার্জন পরিশোধন করার আমরা তো সময় পাইনি, আমরা যদি ঢাকায় যাই, প্রতিদিন রাস্তায় অন্তত ১০০ জন বিভিন্ন দাবি নিয়ে দাঁড়িয়ে আছে, অবশ্যই দাবি নিয়ে দাঁড়াবে, প্রতিবাদ করবে কিন্তু আমাদেরকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে, সে প্রতিবাদকারী একটি সংগঠিত ফোর্স থেকে আসে ওদেরও মুখপাত্র থাকবে আমাদেরও মুখপাত্র থাকবে।
তিনি অবৈধ বালু উত্তোলনকারী ও বনের গাছ পাচারকারীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, বনের গাছ পাচার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যববস্থা নেয়া হবে। বন রক্ষার্থে প্রয়োজনে ছাত্র জনতাকে সঙ্গে রাখুন। এছাড়াও রাস্তাঘাট নষ্ট করে বালু নেয়া যাবেনা, রাস্তাঘাট রক্ষা করতে হবে। প্রয়োজনে বালুর লিজ বন্ধ করে দেয়া হবে। এমনকী সাতছড়ি সড়ক দিয়ে বালুবাহী ট্রাক বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সঞ্চালনায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এতে বিভাগীয় বন কর্মকর্তাগন, পরিবেশ অধিদপ্তরের প্রধানগন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন, মেজর ফখরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম মাহবুব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।