পিতার কবর জিয়ারতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
নুর উদ্দিন সুমন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ মহিবুল হাসানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে চুনারুঘাট ৬নং সদর ইউনিয়নের নরপতি গ্রামে তার পিতার কবর ও মাজার জিয়ারত করেন।
এসময় তিনি বলেন. এত বড় একটা দায়িত্ব পাওয়ার পরে আমি মনে করলাম আমার এলাকায় মানুষের কাছে আমি আসি, এখানে আমার পূর্ব পুরুষরা শায়িত আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসলাম। চুনারুঘাট আমার আবেগের জায়গা, দীর্ঘদিন ধরে আসবো বলে আসা হয়না। আজ পিতার কবর জিয়ারত করতে এসে পরিবারের সদস্যগন ও আত্নীয় স্বজনদের সাথে দেখা ও সবার সাথে কথা বলে ভালো লাগলো। তিনি আরও বলেন খুবই সংকটময় সময়ে আমরা ক্ষমতা নেইনি, একটা দায়িত্ব নিয়ে এসেছি। আপনারা দোয়া করবেন এ দায়িত্ব¡ যেন আমরা সফলভাবে পালন করতে পারি এবং দেশ পরিবর্তনের স্বপ্নটা যে, আপনাদের মত হাজারো তরুণেরা দেখছেন, সেই স্বপ্নটা পূরণের জন্য একটা ভালো ভিত্তি করে দিতে পারি। বন ও পরিবেশ, নদীর বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, আগে আমি টেবিলের ওপার থেকে কথা বলতাম এখন টেবিলের এপার থেকে কথা বলি। আশা করি এপারে যেহেতু এসেছি, কিছু একটা ভালো করে যাওয়ার চেষ্টা করবো ।
তিনি আরও বলেন, নদীর পাড়ের মানুষের যে দুর্ভোগের কথা শুনলাম সেটা তো অবশ্যই দেখবো, দায়িত্বটা মূলত জাতীয় তার পরও এটি যেহেতু আমার পৈতৃকভিটা এর জন্য যতটুকু করা যায় নিশ্চয়ই করবো।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ভারপ্রাপ্ত প্রভাংশু সোম মহান, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার,সহকারী কমিশনার ভুমি মাহবুব আলম মাহবুব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, ওসি হিল্লোল রায়, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক, ৬নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: কাউছার আহমেদ বাহার, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল হাই, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ