কোটা আন্দোলনে গুলিবিদ্ধের ১৯ দিন পর হাসানের মৃত্যু
দৈনিকসিলেট ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ১৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় দিনমজুর হাসান (৩০) মারা গেলেন। শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শনিবার মরদেহটির ময়নাতদন্ত করার কথা রয়েছে।
নিহতের মামা সালাউদ্দিন জানান, হাসানের বাড়ি ভোলার লালমোহন উপজেলার রাইচাঁদ গ্রামে। ২ ছেলেসহ স্ত্রী, পরিবার নিয়ে থাকতেন যাত্রাবাড়ী কাজলায়। যাত্রাবাড়ী আড়তে তিনি ও তার বাবা কবির হোসেন দিনমজুরের কাজ করেন।
তিনি জানান, ‘গত ৫ আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের জন্য বেলা ১২টার দিকে বাসা থেকে বের হন হাসান। পরে ৩টার দিকে তার ফোন থেকে একজন কল করে খবর দেন। জানান যাত্রাবাড়ী মোড়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন হাসান। তার ডান হাতের সিনায়, বাম হাতে ওর পিঠে বেশ কয়েকটি গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলে গিয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাকে।’
হাসপাতালে হাসানের বাবা কবির হোসেন জানান, ‘৮ বছরের আর ৫ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে হাসানের। এই ছোট ছোট বাচ্চাদের কি বলে শান্ত্বনা দিব? ওদেরকে কি জবাব দিব? ভবিষ্যৎই কি হবে? কারো কাছে কোনো জবাব নাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।