কৃতির ব্যাগটির মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা!
দৈনিকসিলেট ডেস্ক :
বলিউড নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কোন ব্র্যান্ডের পোশাক পরেন, কী খান, কোন ব্র্যান্ডের ব্যাগ, গাড়ি ব্যবহার করেন— এসব জানতে এক প্রকার মুখিয়ে থাকেন ভক্তরা। এদিকে, বলিউড অভিনেত্রী কৃতি স্যানন কয়েক লাখ টাকার ব্যাগ ব্যবহার করে নজর কেড়েছেন।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২২ আগস্ট মুম্বাইয়ের একটি স্যালুনে গিয়েছিলেন কৃতি স্যানন। সেখান থেকে বের হওয়ার সময়ে ক্যামেরাবন্দি। এ ছবিতে দেখা যায়, কৃতির গায়ে ডোরাকাটা টপ, পরনে ডেনিম শর্টস। টপের ওপরে পরেছেন সাদা রঙের শার্ট। কৃতির হাতে রয়েছে একটি ছোট ব্যাগ। সবকিছু ছাপিয়ে কৃতির ব্যাগটি বিশেষভাবে নজর কেড়েছে। ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড ভ্যালেনটিনো প্রস্তুত করেছে ব্যাগটি। এর মূল্য ১ লাখ ৯৯ হাজার ৭০২ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৫ হাজার টাকার বেশি)।
ভ্যালেনটিনোর ওয়েব সাইটে ঘুরেও পাওয়া যায় কৃতির হাতের ব্যাগটি। ওয়েব সাইট থেকে জানা যায়, ব্যাগটির দৈর্ঘ্য ৫০ সে. মি.। হাতলের দৈর্ঘ্য ১২ সে. মি.। ব্যাগটির ওজন আধা কেজি। মূল্য ২ হাজার ৫০ মার্কিন ডলার।
২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমার দুনিয়ায় পা রাখেন কৃতি স্যানন ও টাইগার শ্রফ। কৃতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রু’। গত ২৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বক্স অফিসের পাশাপাশি দর্শক-সমালোচকদেরও প্রশংসা কুড়ায় সিনেমাটি। বর্তমানে তার হাতে ‘ডু পাত্তি’ সিনেমার কাজ রয়েছে। এটি প্রযোজনাও করছেন কৃতি।