মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) দুপুরে নোয়াপাড়া এলাকায় ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম ফয়সল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন, ইউনিয়নের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল, নোয়াপাড়া এলএসডি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মন্তাজ মিয়া, ইউপির সদস্য শ্যামলী রাণী দেব, সোমা রেলী, মোঃ খসরু মিয়া, বাবুল চন্দ্র রেলী, দুলাল ঘোষ, নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, মোঃ খায়ের উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর উপজেলার সমন্বয়কগণ ও ইউনিয়ন সমন্বয়কগণ ও সদস্যবৃন্দ। জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।