বড়লেখায় চৌধুরী ওয়েলফেয়ার অফ গাংকুল ট্রাস্টের ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ গাংকুলের আয়োজনে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) প্রয়াত এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর গ্রামের বাড়ি পাশ্ববর্তী মসজিদ সংলগ্ন মাঠে দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্টিত হয়।
জানা যায়, ‘চৌধুরী ওয়েলফেয়ার অফ গাংকুল’ প্রতি বছরের ন্যায় এ বছরও বড়লেখার বিভিন্ন গ্রামের গরিব, অসহায় ও দুস্থ পরিবারের শতাধিক শিশুদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল থেকে আসা সার্জারী বিশেষজ্ঞ দুজন চিকিৎসক দ্বারা ফ্রি সুন্নতে খতনা দেওয়া হয়। এতে সকলকে প্রয়োজনীয় ঔষধ, লুঙ্গি ও খাবার প্রদান করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, চৌধুরী ওয়েলফেয়ার অফ গাংকুল ট্রাস্টের দায়িত্বশীল আলিমুর রেজা চৌধুরী, ওলিউর রহমান চৌধুরী, জাহিদ আহমেদ চৌধুরী, আহমেদ মোবাশ্বির চৌধুরী সহ প্রমূখ।