নদীর পাড় কেটে নেয়া বালু খেকোদের ছাড় দেয়া হবে না: ওসি মাইন উদ্দিন
তাহিরপুর প্রতিনিধি
যাদুকাটা নদীর তীরবর্তী বসতবাড়ি রক্ষায় ও পাড় কেটে নেয়া বালু খেকোদের ধরিয়ে দিতে পুলিশ বাহিনীকে সহযোগী করুন, নদীর পাড় কেটে বালু নিতে কাউকে দিব না সে যত বড় শক্তিশালী হউক আমাকে জানানো আহবান জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাইন উদ্দিন।
তিনি শুক্রবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পাড় কেটে নেয়ায় ক্ষতিগ্রস্থ মানুষ ও ক্ষতির মুখে থাকা বসত বাড়ির পরিবার গুলোকে এই কথা গুলো বলেন।
বালু খেকোদের রক্ষা নেই জানিয়ে এসময় তিনি আরও বলেন,যারা নদীর পাড় কেটে নিচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়া হবে না। আমি এখানে নতুন এসেছি অনেক কিছুই আমার অজানা আপনারা নদীর পারের মানুষ নদীর পাড় কাটাসহ আমাকে সকল অনিয়মের তথ্য দিবেন। এর পূর্বে ওসি মাইন উদ্দিন বাদাঘাট পুলিশ ফাঁড়িতে কর্মরত সকল সদস্যকে নদীর পাড় কাটাসহ মাদক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য সর্তক থাকার জন্য বলেন।
এসময় তাহিরপুর থানা ও বাদাঘাট পুলিশ ফাড়ির কর্মকর্তাগনসহ স্থানীয় এলাকাবাসী ও ক্ষতি গ্রস্থ পরিবারের মানুষজন উপস্থিত ছিলেন।