ভারতে পালাতে গিয়ে সিলেট সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা নিহত
কানাইঘাট প্রতিনিধি
অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না ভারতের অভ্যন্তরে উখিয়াং জেলার একটি পাহাড়ের কাছে লাশ পাওয়া যাওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহত ইছহাক আলী খান পান্নার লাশের ছবি দিয়ে ছাত্রলীগের ও আওয়ামীলীগের অনেকে পোস্ট করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তবর্তী স্থানীয় একটি সূত্রে জানিয়েছে, গতকাল শনিবার গভীর রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সুরইঘাট অথবা দনা সীমান্তবর্তী যেকোন এলাকা দিয়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে চলে যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না সহ তার সাথে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগের আরো কয়েকজন নেতা ছিলেন। এরপর কিভাবে ভারতের অভ্যন্তের ইছহাক আলী খান পান্না মারা যায় তার কোন সঠিক তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অপর সূত্রে জানা গেছে, ইছহাক আলী খান পান্নার লাশ ভারতের মেঘালয় রাজ্যের পার্বত্য জেলা জৈন্তিয়া হিলের উখিয়াং থানা এলাকায় পড়ে রয়েছে।
তবে স্থানীয় অনেকের ধারনা কানাইঘাটের সুরইঘাট সীমান্ত এলাকার যে কোন স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সেখানের দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় স্ট্রোক করে মারা যেতে পারেন ছাত্রলীগের সাবেক এ নেতা। আবার অনেকের ধারনা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সেখানকার সীমান্তরকী বিএসএফ এর গুলিতে মারা যেতে পারেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা ইছহাক আলী খান পান্নার পায়ের হাটুর নিচের অংশে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। ইছহাক আলী পান্নার মৃত্যু নিয়ে তার স্বজনরাও নানা ধরনের তথ্য দিচ্ছেন এ সংক্রান্ত সংবাদ ইতিমধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারন এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে সীমান্তবর্তী কানাইঘাট সুরইঘাট বিজিবি ও দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তারা ছাত্রলীগের সাবকে সাধারণ সম্পাদক ইছহাক আলী খানের মৃত্যুর ব্যাপারে কোন কিছু জানেন না বলে জানান।
থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দারের সাথে মুঠোফোনে কথা হলে তিনিও এই ব্যাপারে সঠিক কোন তথ্য জানেন না বলে জানান।
প্রসজ্ঞত যে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আওয়ামীলীগ সরকারের পতন হলে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিশেষ করে কানাইঘাটের দুর্গম সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে গত শুক্রবার কানাইঘাট সীমান্তবর্তী দনা বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হন। এরপর থেকে শুনা যাচ্ছে কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আওয়ামীলীগের অনেকে নিরাপদে ভারতে পালিয়ে গেছেন, এমন আলোচনা সর্বত্র ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন পিরোজপুরে পান্নার ব্যয়বহুল বাড়িতে ছাত্র-জনতা হামলা করে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এরপর তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।