চার মিনিটের ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো ম্যানসিটি
দৈনিকসিলেটডেস্ক
চার মিনিটের ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল শনিবার ঘরের মাঠ আল ইতিহাদে আর্লিং হালান্ডের হ্যাট্রটিকে ইপসউইচ টাউনকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সিটি। হালান্ডের তাণ্ডবের মধ্যে বাকি গোলটি করেন কেভিন ডি ব্রুইনা।
নতুন মৌসুমের দুই ম্যাচের দুইটিতেই জয় পেলো সিটি। টানা পঞ্চম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে শুরুটা দুর্দান্ত করেছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে সমান ম্যাচে ইপসউইচের পয়েন্ট ০।
ইতিহাদে মাত্র ৭ মিনিটে গোল করে সিটির দর্শকদের চোখ কপালে তুলেছিল ইপসউইচ। ম্যাচের শুরুর দিকে গোল হজম করে ফুঁসতে থাকে সিটির খেলোয়াড়রা।
সিটির রাগের বিস্ফোরণ ঘটান হালান্ড। ১২ মিনিটে গোল করেন এই নরওয়েজিয়ান। পেনাল্টি শুটে ইপসউইচের জাল প্রথমবার কাঁপান তিনি। ১৬ মিনিটে আবারও গোল করেন এই দীর্ঘদেহী ফরোয়ার্ড। হালান্ডের দুই গোলের মাঝখানে স্যান্ডউইচের মতো একটি গোল (১৪ মিনিটে) করেন ডি ব্রুইনা।
অর্থাৎ ৪ মিনিটের মধ্যে তিনটি গোল করে সিটি। এর মধ্যে দু্টি হালান্ডের। একটি ডি ব্রুইনার।
চতুর্থ গোলটি করার জন্য অবশ্য অনেক সময় নিয়েছে সিটি। এই গোলটি এসেছে ৮৮ মিনিটে। এবারও প্রতিপক্ষের জাল কাঁপান হালান্ড। ১৮ গজের বক্সের বাইরে থেকে রকেট শটে গোল করেন তিনি। এতে হ্যাটট্রিক পূর্ণ হয় এই নরওয়েজিয়ানের।