স্ত্রীর প্রতারণা ধরতে গোপন ক্যামেরা স্থাপন করায় কারাদণ্ড!
দৈনিকসিলেট ডেস্ক :
সঙ্গী প্রতারণা করছে কি না, সেটি ধরার জন্য অনেকেই অনেক উপায় অবলম্বন করে থাকেন। কিন্তু কোনো কোনো সময় সেটি হিতে বিপরীত হয়। তাইওয়ানের নাগরিক ফানের ক্ষেত্রেও এমনটা ঘটেছে। স্ত্রীর প্রতারণা ধরতে বাসায় গোপন ক্যামেরা স্থাপন করেছিলেন তিনি। আর এ কারণেই তাকে যেতে হয়েছে জেলে। স্ত্রীর প্রাইভেসি (গোপনীয়তা) লঙ্ঘনের দায়ে আদালত তাকে তিন মাসের জন্য কারাগারে পাঠান।
ঘটনাটি ২০২২ সালের হলেও সম্প্রতি তা খবরের শিরোনাম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফান নামে ওই ব্যক্তি স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে থাকতেন। একটা সময় তিনি সন্দেহ করতে থাকেন স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপর তিনি স্ত্রীর প্রতারণা ধরতে তাদের শোবার ঘরে গোপন সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। পরে তিনি অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়টি ধরে ফেলেন। প্রথমে তিনি বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেন। কিন্তু স্ত্রী অস্বীকৃতি জানালে আদালতে বিচ্ছেদের আবেদন জানান ফান। এরপর স্ত্রী পাল্টা তার বিরুদ্ধে গোপন ক্যামেরা স্থাপনের মাধ্যমে প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগ দেন পুলিশের কাছে। পরে ফানকে স্ত্রীর ব্যক্তিগত ফুটেজ সংগ্রহের দায়ে সাজা দেন আদালত। সূত্র: নিউজএইটিন।