শাহপরান (রঃ) মাজার শরীফে’র খাদিমগনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
দৈনিকসিলেট ডেস্ক :
হবিগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে দিনব্যাপী খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করছেন শাহপরান (রঃ) মাজার শরীফে’র খাদিমনগর।
রোববার সকাল থেকে হবিগঞ্জ জেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে এ কার্যক্রম শুরু করা হয়। প্রায় এক হাজার পরিবারকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ করেন তারা।
এসময় মাজার শরীফে’র খাদিমগন বলেন, বন্যা শুরুর পরদিন থেকেই বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের পাশে তারা ব্যক্তিগত সহযোগিতার হাত বাড়িয়েছেন। যে যার সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন। তারা অসহায় ভানবাসি মানুষের জন্য দোআ চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন সাদিকুর রহমান খাদিম, সৈয়দ আব্দুল আহাদ খাদিম, জাহিন আহমদ খাদিম, সৈয়দ মাহি খাদিম, সৈয়দ রায়হান খাদিম, সৈয়দ জোহান খাদিম সহ স্থানীয় এলাকাবাসী ও মাজার শরীফের ১২ জন স্বেচ্ছাসেবক প্রমুখ।