বর্ন্যাতদের সহায়তায় শাবির কর্মচারীদের জনপ্রতি ফি ২০০ টাকা নির্ধারণ
শাবিপ্রবি প্রতিনিধি
দেশের চলমান পরিস্থিতিতে বন্যা দুর্গতদের আর্থিক সহায়তায় কর্মচারীদের জনপ্রতি ২০০ টাকা ফি নির্ধারণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি পেশাজীবি সংগঠন। সহায়তায় এগিয়ে আসা সংগঠনগুলো হলো সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহন কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে সংগঠনগুলোর এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান সংগঠনগুলোর নেতারা।
শাবিপ্রবির সহায়ক কমর্চারী সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়সাল খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পেশাজীবি সংগঠনগুলো সিদ্ধান্ত নিয়েছি যে, প্রত্যেক কর্মচারী সর্বনিম্ন ২০০ টাকা করে বন্যার্তদের পাশে দাঁড়াব। তাছাড়া কেউ যদি আমাদের অনুদানের শরিক হতে পারে।
তিনি আরও বলেন, আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে নির্ধারিত অনুদান জমা দিতে বলা হয়েছে। এরপর আমাদের উত্তোলনকৃত অনুদান সমন্বয়কদের মাধ্যমে বানভাসিদের কাছে পৌঁছে দিব।