বড়লেখায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ-বিতরণ
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর ইউনিয়নে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সুজানগর ইউনিয়ন পরিষদ হল রুমে দিগন্ত ফাউন্ডেশনের পরিচালনায় ও সুজানগর মেডিকেল সেন্টারের আয়োজনে প্রধান বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: আহমদ মকসুদ হাসান লস্কর, মাউন্ট এডোরা হসপিটাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু সাইদ, মেডিসিন, শিশু ও ডায়াবেটিস বিশেষজ্ঞ বড়লেখা সিটি ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ আবু বকর সিদ্দিক, ডাঃ মোঃ এ.এস.এম শরীফ, ডাঃ হাকীম ফাহাদ আহমদ।
ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ববর্তী সময়ে মতিবুল ইসলামের মুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন এম,এ,জি ওসমানী কলেজ হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডাঃ মোহাম্মদ বদরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমদ, উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান নসীব আলী, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক লিয়াকত হাসান।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল মালিক, আছাদ উদ্দিন, আলাল উদ্দিন, মনির উদ্দিন, সায়েদুল মজিদ নিকু, আশরাফ হায়দার মিলু, ইউপি সদস্য মক্তার হোসেন, আজিমগঞ্জ বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, ভুমিদাতা পরিবারের সদস্য তাজ উদ্দিন শেখ, বাবুল আহমদ, শহিদুর রহমান, তুতিউর রহমান, কাতার কমিটির উপদেষ্টা ফরিদ উদ্দিন, ভুমিদাতা পরিবারের সদস্য জুসেফ হাসান, ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসহাব উদ্দিন জুয়েল, সহকারী অর্থ সম্পাদক হাফেজ হোসেন আহমদ কুতুব উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আশফাক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮ শাতাধিক রুগীদের চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ ও নগদ অর্থ প্রদান করা হয়।