সাংবাদিক মকসুদের মৃত্যুতে এতিমখানায় দোয়া মাহফিল
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান জৈষ্ঠ্য সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে আত্মার মাগফেরাত কামনায় এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) বাদ এশা এয়ারপোর্টে বাইশটিল্লা হযরত আলী রাঃ ইসলামিক সেন্টার এতিমখানা মাদ্রাসার ছাত্রদের নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটি সদস্য শহীদুর রহমান জুয়েল এর নিজ উদ্যোগে দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মাওলানা নুরুল ইসলাম।
পরিশেষে উন্নার পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাংবাদিক শহীদুর রহমান জুয়েল, সমাজসেবক সোহাগ আহমদ, মোঃ রাহি আহমদ, মোঃ আজিমুদ্দিন, মোঃ তারেক আহমদ, মোঃ আল আমিন মোঃ নাঈম আহমদ, মোঃ আক্রাম আহমদ, মোঃ আব্দুর রহিম, মোঃ শামিম আহমদ ,মোঃ নাজমুল ইসলাম, মোঃ আবু সাঈদ, মোঃ উজ্জল আহমদ প্রমূখ।