টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, এখনো নিখোঁজ ১২০
দৈনিকসিলেট ডেস্ক :
১৪ ঘণ্টা ধরে আগুনে পুড়ছে গাজী টায়ারের কারখানা। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১২০ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে। তাঁরা কারখানাটিতে লুটপাট করতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে রূপগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গোলাম দস্তগীর গাজী গা ঢাকা দেয়। গত ৫ আগস্ট রাতেই বিক্ষুব্ধ জনতা রূপসীর গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন দেয়। এ সময় ফ্যাক্টরিতে লুটপাট চালানো হয়।
গত শনিবার (২৪ আগস্ট) রাতে গোলাম দস্তগীর গাজীকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন বিকেলে গাজীর ফাঁসির দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। এসময় গাজীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কারখানায় আগুন দেয় তাঁরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
রূপসী এলাকার বাসিন্দা সেলিম আহম্মেদ জানান, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। গত ১৫ বছরে রূপগঞ্জকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে ফেলেছে গাজী ও তার লোকজন।
খাদুন এলাকার এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাগো আড়াই বিঘা জমি দহল কইরা নিছে এই গাজী। আল্লায় বিচার করছে। অনেক মাইনসের ক্ষতি করছে এ গাজী। এদিকে, কারখানাটিতে লুটপাট করতে এসে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে তাদের স্বজনরা আহাজারি করছেন।