বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেলো খাদ্য সামগ্রী
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াইশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় অফিসবাজারে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য শাহাজান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ মিটু।
বিশেষ অতিথির বক্তব্য দেব উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাল উদ্দিন, ময়নুল হক, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছ আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা মাতাব উদ্দিন, যুবদল নেতা ফখরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইসলাম উদ্দিন, কৃষক দলের সভাপতি হাজী সেলিম, পৌর বিএনপির আহবায়ক জালাল আহমদ তালাল, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রাসেল, বিএনপি নেতা সুফিয়ান আহমদ তাপাদার, কামরুজ্জামান কন্টু, কামাল আহমদ, মীর সামিম আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রুপ, সেলিম উদ্দিন, আজিজুর রহমান সহ প্রমুখ।
উল্লেখ্য, এসময় বক্তারা বলেন, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সভাপতি সাংবাদিক শাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিদের নেতৃত্বাধীন সংগঠনটি আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। যা প্রশংসার দাবীদার।
বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র সাধারণ সম্পাদক আলিম উদ্দিন বলেন আজকের এই খাদ্য সামগ্রী বিতরণে যারা সহযোগীতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রভাষক আব্দুস সহিদ, শাহান চৌধুরী, আলিম উদ্দিন, গুলজার আহমদ, কামরুজ্জামান, ফরহাদ আহমদ, শরিফ উদ্দিন ইমন আব্দুল কুদ্দুস, তিলাত চৌধুরী, শাহেদুল হোসেন, আবুল হোসেন, মাসুম চৌধুরী, ফখরুল ইসলাম, আব্দুল জলিল প্রমুখ।