চৌহাট্টায় সংঘর্ষের ঘটনায় নাসির খানসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই (শুক্রবার) মহানগরের চৌহাট্টা এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাতে মহানগরের লোহারপাড়া আবাসিক এলাকার ২৫নং বাসার বাসিন্দা আব্দুল মতিন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
মামলায় আসামি হিসেবে ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে ও অজ্ঞাত রাখা হয়েছে ৪০-৫০ জনকে।
মামলার উল্লেখযোগ্য কয়েকজন আসামি হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি শামীম), সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
এছড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় অনেক নেতাকে আসামি করা হয়েছে।