শাল্লায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী উদযাপন
নিশিকান্ত সরকার, শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমুরা গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাইর আখড়ায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) শাল্লা উপজেলার সনাতনী বক্তবৃন্দের উদ্যোগে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মহাজন্ম অষ্টমী অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
বিকেলে শ্রীমৎ ভগবত গীতা পাঠ শুরু হয় ।গীতা পাঠ করেন কান্দকলা গ্রামের বারীন্ড চন্দ্র দাস। এ সময় গীতা পাঠে উপস্থিত ছিলেন, ডুমরা আখড়া পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজয় তালুকদার ও সেক্রেটারি পলাশ চৌধুরী, অধ্যাপক তরুণকান্তি দাস, জয়ন্ত সেন, জীবন দাস, শিশির দাশ, অবনি দাস, ইন্দ্রজিৎ দাস, নিশিকান্ত সরকার, বাবুল দাস, ডালটন তালুকদার, বিপ্ররেশ দাশ ও এলাকার সনাতনী ধর্মাবলি মানুষ ।
বিকাল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।সন্ধ্যা ৭টায় ভক্তিমূলক সংগীত অনুষ্ঠান শুরু হয়। পূজাচর্না রাত ১১টা ৪৫ মিনিটে ১২টা ৩৬ মিনিটে শেষ হবে।
ডুমরা আখড়া পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজয় তালুকদার বলেন, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও সৃষ্টির পালনকর্তা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন পৃথিবীর সকল অপশক্তিকে দমন করেন। পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল করেন। আখড়া পরিচালনা কমিটির সেক্রেটারি পলাশ চৌধুরী বলেন ,বাংলাদেশ এই ভয়াবহ বন্যার কারণে আমরা শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জাঁকজমক ভাবে পালন না করে ছোট্ট আকারে পালন করছি। ভগবানের কাছে প্রার্থনা বাংলাদেশের সকল বানভাসির মঙ্গল কামনা করছি।