বিয়ানীবাজারে লুঠপাট হওয়া ৭.৬২ চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্বার
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার থানা লুঠপাট হওয়া ৭.৬২ চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্বার করা হয়েছে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর উচ্ছৃংখল দুষ্কৃতিকারীগণ বিয়ানীবাজার থানায় হামলা, লুঠপাট, ভাংচুর, অগ্নিসংযোগ করে থানার প্রবেশ করে থানার অস্ত্রাগারের তালা ভেঙ্গে অস্ত্র গোল-বারুদ, ম্যাগজিন সহ বিভিন্ন সরঞ্জামাদি লুঠ করে নিয়ে যায়। পরবর্তীতে পুনরায় থানা কার্যক্রম চালু হলে পুলিশ সুপার সিলেট মহোদয়ের নির্দেশে বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের লোকজনদের সাথে মতবিনিময় করেন।
অস্ত্র উদ্বারে সবাই সর্বাত্মক সহযোগিতার আশ্বা দেন থানা অস্ত্রাগার হতে লুঠ হওয়া অস্ত্র গোল-বারুদ, ম্যাগজিন সহ বিভিন্ন সরঞ্জামাদি আগামী ৩০ আগস্টের মধ্যে জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, সুধী সমাজের লোকজন সহ যে কোন মাধ্যমে থানায় জমা প্রদানের জন্য আহবান জানান।
বিয়ানীবাজার থানার নবাগত ওসি অকিল উদ্দিন আহমদ তিনি আরো উল্লেখ করেন উক্ত সময়ের মধ্যে লুণ্ঠিত অস্ত্র গোলাবারুদ ফেরত প্রদানকারীর বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু উক্ত তারিখের পরে কারো হেফাজতে লুন্ঠিত অস্ত্রগুলি পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষনার প্রেক্ষিতে বিয়ানীবাজার থানাধীন ০৫ নং কুড়ারবাজার ইউপির বৈরাগী বাজার এলাকার আইডিয়াল কলেজ গেইটের পশ্চিম গরুর বাজার মাঠ হইতে ২৫ আগস্ট রাত সাড়ে ১১টায় পুলিশ খোয়া যাওয়া অস্ত্র গোল-বারুদ, ম্যাগজিন ও বিভিন্ন সরঞ্জামাদির মধ্যে ১টি ৭.৬২৩৯ মিমি এসএমজি রাইফেলের ম্যাগজিন এবং ৭.৬২ চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি পাওয়া যায়।
এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ