বিয়ানীবাজার বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময়
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বিয়ানীবাজারের ভাতৃপ্রতীম সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বরোপ করেন। তারা সাংবাদিক-রাজনৈতিক নেতৃবৃন্দের সৌহার্দপূর্ণ সম্পর্কের প্রতিও দৃষ্টিপাত করেন। রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সম্প্রতি বিয়ানীবাজারের ৫ জন সাংবাদিককে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী করেন।
বিয়ানীবাজার প্রেসক্লাব’র সিনিয়র সহ সভাপতি এম হাসানুল হক উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সহ-সভাপতি আতাউর রহমান কটন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি বেলাল আহমদ শুক্কুর, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা বলেন, গণমাধ্যম কর্মীদের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া ঠিক নয়। ভবিষ্যতে বিষয়টি সচেতনভাবে দেখার পরামর্শ দেন তিনি।
সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন বলেন, বিগত সরকার গণমাধ্যমের উপর বন্ধুক রেখে নানা অপকর্ম করেছে। অনেক সাংবাদিককে ভূলপথে পরিচালিত করেছে। কিন্তু বর্তমানে দেশে সেই অবস্থা নেই।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাক প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সদস্য আবুল হাসান, প্রেসক্লাব সদস্য ও দিনকাল প্রতিনিধি মো: জহির উদ্দিন, কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য, আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, এসআরআই টিভির সাকের আহমদ, দিবালোক’র স্টাফ রিপোর্টার ইমাম হাসনাত সাজু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, এসআরআই টিভির রুহেল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০শে আগস্ট জনৈক নারী বাদী হয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, সাংবাদিক মিসবাহ উদ্দিন ও অপর আরেক সাংবাদিকের বিরুদ্ধে একটি রাজনৈতিক মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলার বিষয়বস্তুর সাথে উল্লেখিত সাংবাদিকদের কোন সংশ্লিস্টতা নেই।