বিয়ানীবাজারে দুই হত্যা মামলায় নাহিদ,নাসিরসহ আসামী অর্ধশত
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার থানা সোমবার দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ দুই পৃথক মামলায় সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, জেলা ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানসহ আসামী প্রায় অর্ধশত। এক সাথে উভয় মামলায় অজ্ঞাত ৭০ থেকে ৯০ জন।
গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় হামলা, লুটপাট, অগ্নি সংযোগ ও নিহত হওয়ার ঘটনায় পৃথক মামলা দায়ের করেন হতাহত পরিবারের সদস্যরা।
গুলিতে নিহত পৌরসভার নয়াগ্রামের ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে মামলা (৭/২৬-০৮-২৪) দায়ের করেন। এ মামলার আসামী সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, জেলা ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন, আবুল কাশেম পল্লব, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, জুয়েল আহমদ ও বিমলসহ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮০/৯০ জনকে আসামী করা হয়েছে।
একইদিন গুলিতে নিহত পৌরসভার নয়াগ্রামে রায়হান উদ্দিনের বড় ভাই বোরহান উদ্দিন বাদীর হয়ে অপর মামলাটি (৮/২৬-০৮-২৪) দায়ের করেন। এ মামলার আসামী সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, জেলা ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন, আবুল কাশেম পল্লব, জামাল হোসেন, এবাদ আহমদসহ ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামী ৭০/৮০ জন।
মামলা দায়েরের বিষয়ের সতাতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহমদ।