চুনারুঘাট উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে দুই নারী প্রশাসক
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
বর্তমান প্রেক্ষাপটে, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান অধিক্ষেত্রে জনগণকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিতকরণ, প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও জরুরি কারণে, সময়ের প্রয়োজনে, জনস্বার্থে এখন থেকে চুনারুঘাট পৌর ও উপজেলায় দুই নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, চুনারুঘাট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা ।সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রনালয় চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলমকে অপসারণ করা হয়। সারাদেশের মেয়রগণকেই এক আদেশে সরকার অপসারণ করে। চুনারুঘাট পৌরসভায় পূর্বিতা চাকমা যোগদানের পর পৌরসভার পুর্বেরন্যায় কার্যক্রম চালু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে পৌরসভার কর্যক্রম নিয়ে কথা হলে তিনি জানান, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব পালনকালীন পৌর এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করি।এরআগে ২৫ আগস্ট পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় ইউএনও সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ৩২৩ জন পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে। পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা-৪২ক এর উপধারা মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পৌরসভার প্রশাসক নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ (ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন।
এদিকে একইভাবে চুনারুঘাট উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।
চুনারুঘাট পৌরসভার কাউন্সিলর মারুফ চৌধুরী জানান, আমরা পূর্বে যেভাবে কাজ করেছি আমাদের নবাগত প্রশাসককে সঙ্গে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করে যাবো। পৌর শহরের বাসিন্দা চুনারুঘাট সরকারি কলেজের শিক্ষার্থী আজমান মিয়া বলেন, নারীরা সফলভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছেন বলেই মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। শুধু প্রশাসন ক্যাডারে নয়, অন্যান্য ক্যাডারেও নারীদের সংখ্যা বাড়ছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, নারী আর পুরুষদের মানুষ এখন আর আলাদা করে দেখে না। দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে এই পরিবর্তন হয়েছে। যখন হাতে গোনা দুই একজন নারী কর্মকর্তা ছিলেন তখন মানুষের মধ্যে অন্য রকম ধারণা ছিল। এখন অনেক নারী ইউএনও হিসেবে কাজ করছেন। ইউএনওর কাজে চ্যালেঞ্জটা নারী-পুরুষ উভয়ের জন্যই সমান। ত্রান সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কাউন্সিলর লুৎফুর রহমান জালাল।