মাধবপুরে ফারুকী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রা:) হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলা ইসলামি ছাত্রসেনা শাখার আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ককের উপজেলা গেইট সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
এসময় মুফতি মোঃ জাকিউর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ক্বারী মিজানুর রহমান আজিজি,মুফতি আব্দুল কাদির আল হোসাইনী, মাওলানা মুস্তাকিম, মাওলানা ওয়াজেদ আলী, মুফতি এনামুল হক সিদ্দিকী, মাহমুদুল হাসান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কারী মাজহারুল ইসলাম প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির জন্য বর্তমান ইউনুস সরকারের কাছে জোর দাবি জানান।
নেতারা অভিযোগ করে বলেন, মর্মান্তিক এই হত্যার ঘটনায় প্রায় ১০ বছর পার হলেও মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।