সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক
দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জায়গা (খেলার মাঠ) দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পারুল মিয়া (৬৫) একজন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই পক্ষের শতাধিক আহত হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলায় রফিনগর ইউনিয়নে বাংলা বাজারের দক্ষিণে খেলা মাঠে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রাফিনগর ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণে সরকারি মাঠে মাঠি ফেলে দখল করাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান সৈলেন চন্দ্র দাশ, সাবেক চেয়ারম্যান রেজুয়ানের নেতৃত্বে ও মির্জাপুর গ্রামের কাদির মিয়া, সোনা মিয়ার নেতৃত্বে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ ঘটে।
নিহতের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। ঘটনাস্থলে যেতে আমিও রওয়ানা যাচ্ছি।