বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
দৈনিকসিলেট ডেস্ক :
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ১০জন ক্রিকেটার। ১৪তম আসরে খেলতে দেশের ৯ জন পুরুষ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন, নারী ক্রিকেটারদের মধ্য থেকে নাম দিয়েছে অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
ড্রাফটের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। ছেলেদের তালিকায় আছে ৪৩২ জন ক্রিকেটারের নাম, মেয়েদের তালিকায় আছে ১৬১ ক্রিকেটারের নাম। আগামী ১ সেপ্টেম্বর হবে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট। আগামী ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৭ জানুয়ারি আসরটির পর্দা নামার কথা।
ড্রাফটে নাম দিয়েছে বিশ্বের অনেক নামি-দামি ক্রিকেটারই। বাংলাদেশ থেকে জাতীয় দলে খেলা, জাতীয় দলের বাইরে থাকা, তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে ৯জন ক্রিকেটার টুর্নামেন্টটিতে নাম জমা দিয়েছেন।
ড্রাফটে নাম থাকছে হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবের।
এই ৯ ক্রিকেটারের কেউই কখনও বিদেশি লিগে খেলেননি। সর্বশেষ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেলেও ভিসা জটিলতার কারণে টুর্নামেন্টটিতে খেলা হয়নি সাউফউদ্দিন ও রিশাদের। এবার তাদের দৃষ্টি বিগ ব্যাশ খেলায়।
বাংলাদেশের ৬ জন ক্রিকেটার পুরো টুর্নামেন্টের জন্য নাম দিয়েছেন। তবে জাতীয় দলের সূচি বিবেচনায় ৬ থেকে ৯টি ম্যাচ এবং পরে ফাইনালের জন্য নাম দিয়েছেন তিন তরুণ ক্রিকেটার রিশাদ, তানজিদ ও তানজিম। মেয়েদের লিগে পুরো টুর্নামেন্টের জন্য নাম দিয়েছেন জাহানারা।