চুনারুঘাটে পৃথক এলাকা থেকে নারীসহ ৩ মরদেহ উদ্ধার
নুর উদ্দিন সুমন
হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক ঘটনায় তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের গাজিগঞ্জ এলাকায় নিজ পোল্ট্রি খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুমন রায় (৩৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী মারা গেছেন।
সুমন গাজিগঞ্জ এলাকার দেবব্রত রায়ের পুত্র। একই দিন বিলেকে উপজেলার মিরাশি ইউনিয়নের পরাঝার খোয়াই নদী থেকে প্রায় ৩০ বছর বয়সি এক অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার করা হয়েছে।
সন্ধ্যায় সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: কবির হোসেন বলেন-মরদেহ পচনধরা মনে হচ্ছে ৪/৫ দিন আগের। নদী ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আমরা মরদেহ উদ্ধার করেছি। পাশাপাশি ওই নারীর নাম ও পরিচয় সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এছাড়াও ওইদিন বিকেলে রানিগাঁও ইউনিয়নের সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার সুমনের ভাইয়ের গ্রিনল্যান্ড পার্কে ষাটশোর্ধ আব্দুল মতিন কাঁঠাল গাছের ডালের সঙ্গে পরনের লুঙ্গি পেঁচিয়ে ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের পর সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আব্দুল মতিন দক্ষিণ রানিগাঁও এলাকার মৃত আব্দুল নুরের পুত্র। থানার উপপরিদর্শক এসআই মো: জহির আলী জানান, পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা করেন। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।