সিলেটে আনোয়ারুজ্জামান, নাদেলসহ ৩৭৬ জনের বিরুদ্ধে মামলা
দৈনিকসিলেট প্রতিবেদক
গত ৪ আগস্ট দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে মধুবন মার্কেটের সামনে ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ আগস্ট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতে ৭৬ জনের মামলাটি দায়ের করেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বড়কাঞ্চি মায়ারবাড়ি গ্রামের এবাদুল হকের ছেলে মামুনুর রশিদ। মামলায় অজ্ঞাত ২/৩শ’ জনকে আসামি করা হয় শুক্রবার মামলাটি রেকর্ড করে কোতোয়ালি থানা পুলিশ।
মামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান করে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন-সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, রনজিত সরকার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ দাস, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ছাত্রলীগ কর্মী কামরুল আহমদ টিটু, মুজিব, মাছুম আহমদ, মোস্তফা উল্লাহ, শামীম আহমদ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাবুল ও যুবলীগ আহ্বায়ক আব্দুর রহমান হীরা, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ পাপ্পু, ওয়ার্ড যুবলীগ নেতা রাহেল, কয়েছ মিয়া, ঘাসিটুলার আব্বাস আলী, রবি হোসেন, ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা সুহেল, দেলোয়ার, মুহিবুর রহমান, সিরাজ, আমিনুল, আজাদ মিয়া, আব্দুস সামাদ, আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি সুরুজ মিয়া, শাহীন মিয়া, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শমসের আলী, আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, ১০নং ওয়ার্ড ছাত্র লীগ নেতা রনি বিশ্বাস, শাল্লা থানা ছাত্রলীগ নেতা নিতেশ চন্দ্র দাস, বালাগঞ্জের ফয়ছল আহমদ তালুকদার, দক্ষিণ সুরমার তায়েফ, একই এলাকার জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন, আওয়ামী লীগ নেতা সৈয়দ ফইজুল হোসেন ফেলা, দক্ষিণ সুরমার আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক বাবুল আহমদ বাবু, আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, ২নং ওয়ার্ আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, মোগলাবাজার এলাকার আবু জাহিদ, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদ ইসলাম তুহিন, জেলা যুবলীগ নেতা আশিক আলী, আ.লীগ নেতা মো. হোসাইন আহমদসহ ৭৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।