টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
দৈনিকসিলেট ডেস্ক :
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে পাকিস্তানকে আগে নামতে হবে ব্যাটিংয়ে। একাদশে বাংলাদেশের এক পরিবর্তন ও পাকিস্তানের এসেছে দুটি।
বৃষ্টিতে ম্যাচের প্রথম দিনের খেলা ভেসে যাওয়ার পর শনিবার দ্বিতীয় দিনের সকালে অনুষ্ঠিত হয়েছে টস।
কুঁচকিতে চোট পাওয়ায় রাখা হয়নি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। তার জায়গায় খেলবেন পেসার তাসকিন আহমেদ।
পাকিস্তানের একাদশে বদল এসেছে দুটি। শাহিন শাহ আফ্রিদি ও ডানহাতি পেসার নাসিম শাহকে।
তাদের পরিবর্তে খেলবেন বাঁহাতি পেসার মীর হামজা ও লেগ স্পিনার আবরার আহমেদ।
রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছিল ১০ উইকেটের ঐতিহাসিক জয়। এই ম্যাচে জিতলে বা ড্র করলে সিরিজ জিতবে বাংলাদেশ। যা পাকিস্তানের মাঠিতে যেকোনো সংস্করণে প্রথম সিরিজ জয় হবে।