বিশ্বনাথ জামায়াতে ইসলামীর ঢেউটিন বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার উদ্যোগে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্হদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের বায়তুলমাল সেক্রেটারী মাষ্টার আব্দুল কুদ্দুস।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া বায়তুলমাল সেক্রেটারী আসিকুর রহমান জামায়াত নেতা গিয়াসউদ্দিন সাদী, জসিম উদ্দিন কাওসার, হাফিজ আব্দুল কাঈয়ুম ,সিরাজুল ইসলাম তুতা ,আবুল বশর, ছাত্র নেতা তোফায়েল আহমেদ ও রিয়াজ উদ্দিন প্রমুখ।