গাজা সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার
দৈনিকসিলেট ডেস্ক :
গাজার রাফাহ শহরের নিচে একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর মধ্যে ৫ জন ইসরায়েলি এবং একজন মার্কিন নাগরিক। এদের সবাইকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করার পর হামাস বন্দি করে নিয়ে যায়।
রোববার (১ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতি বলা হয়, তাদের বাহিনী শনিবার গাজার রাফাহ শহরের নিচে একটি সুড়ঙ্গ থেকে কারমেল গ্যাট, ইডেন ইরেশালমি, হার্শ গোল্ডবার্গ-পোলিন, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং মাস্টার সার্জেন্ট ওরি ড্যানিনোর মরদেহ উদ্ধার করেছে।
আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে জানান, ইসরায়েলি সেনাবাহিনী সেখানে পৌঁছানোর কিছু সময় আগে এই ৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয়।
এর মধ্যে হার্শ গোল্ডবার্গ-পোলিন মার্কিন নাগরিক। তার মৃত্যুর খবর জানার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি এই খবরে ‘বিধ্বস্ত এবং ক্ষুব্ধ’।
এদিকে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের স্বজনেরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জিম্মিদের মৃত্যুর দায় নেওয়ার দাবি জানিয়েছেন।
নিহতদের স্বজনেরা বলেছেন, বন্দী ছয়জনকেই গত কয়েকদিনে হত্যা করা হয়েছে; প্রায় ১১ মাস হামাসের বন্দিদশায় নির্যাতন এবং অনাহারে বেঁচে থাকার পর।
তাদের অভিযোগ, হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে বিলম্ব করার ফলেই জিম্মিরা হত্যার শিকার হয়েছেন।
নিহতদের স্বজনেরা রোববার জানিয়েছেন, তারা ইসরায়েলব্যাপী হরতাল ডাকার পরিকল্পনা করেছেন। জিম্মি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলি জনগণকে জেরুজালেম, তেল আবিব এবং অন্যান্য স্থানে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।