মোহাম্মদ সুলতান এন্ড লতিবুন নেছা ফাউন্ডেশনের আর্থিক সাহায্য প্রদান
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বন্যার পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজ চোখে দেখে ক্ষয়ক্ষতি অনুপাতে আর্থিক সহায়তা প্রদান করেছে মোহাম্মদ সুলতান এন্ড লতিবুন নেছা ফাউন্ডেশন।
শনিবার (৩১ আগষ্ট) উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকার ইসলামপুর, আদমপুর, মাধবপুর আলীনগর ইউনিয়ন ও পৌরসভার ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পুর্নবাসন জন্য এসব অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব দুরুদ মোহাম্মদ, ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মো. আব্দুল্লাহ মিয়া, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শোয়েব আহমেদ চৌধুরী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চেরাগ আলী লেবু, রাজনৈতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম নানু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম পারভেজ, সহপ্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, সহ: অনলাইন সম্পাদক আল-আমিন আহমেদ, কার্যকরী কমিটির সদস্য জিলন আহমেদ, হাবিবুল বাশার,রেদওয়ান আহমেদ, ফাহিম আহমেদ,রাজন আহমেদ,রিপন আহমেদ, সবুজ আহমেদ,হাসান আহমেদ,বোরহান আহমদ, তানবীর আহমেদ প্রমুখ।