শাবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে অধ্যাপক বদিউজ্জামান
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শবিপ্রবি) নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামন ফারুক।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন। আজ বেলা আড়াইটায় ডিন কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।
নতুন প্রশাসনিক দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক বলেন, বর্তমান ডিনদের জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করার জন্য মনোনীত করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত চিঠির কাজের পরিধি অনুযায়ী আমার দায়িত্বের পরিসীমা বিদ্যমান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের পরামর্শক্রমে এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পরিচালনা করতে পারব।