সিলেট প্রবাসীর বাসায় চাঁদা না পেয়ে জোরপূর্বক গ্যাস লাইন ভাংচুর
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট মহানগরীর শিবগঞ্জ খন্ডিকরপাড়া লামাপাড়ায় প্রাবাসীর বাসায় চাঁদার টাকা না পেয়ে জোরপূর্বক গ্যাস লাইন ভাংচুর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর গভীর রাতে সিলেট শিবগঞ্জ খন্ডিকরপাড়া বারাকা হাউজ প্রবাসীর বাসায় এ ঘটনা ঘটে।
প্রবাসীর পিতা শাহিন খাঁন জানান, আমার প্রবাসী মেয়ের ক্রয় ভূমির উপর ৩ তলা বিশিষ্ট একটি বাসা রহিয়াছে উক্ত বাসার পাশ্বের বাসার একরাম আহমদ নামে একজন বসবাস করেন ক্রয়ের পর হইতে তিনি বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছেন।
বিভিন্নভাবে ক্ষতি সাধনের চেস্টা করছেন কালকে ভোররাত একরাম ৬ জন মানুষ সহ জোরপূর্বক গ্যাস লাইন ভাংচুর করে বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে পরে আমি খবর পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশক এসে পরিদর্শন করেন।
আমি এই ঘঠনার উল্লেক করে আজ শাহপরান থানায় একটি অভিযোগ করেছি এই বাসায় টি বাড়াটি পরিবার রয়েছে।
একরাম আমাকে ও আমার স্ত্রীকে প্রাণে হত্যা করিয়া লাশ গুম সহ আমার মেয়ে এবং প্রবাসী জামাতার বাসা জ্বালিয়ে দিবে বলিয়া হুমকি ধামকি প্রদর্শন করছে।