জনপ্রিয় হলিউড তারকা-জুটি
দৈনিকসিলেট ডেস্ক :
এ বিশ্বে সবচেয়ে জনপ্রিয় হলিউড তারকা জুটিদের মধ্যে বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজ জুটি ছিল শীর্ষে। এ তারকা দম্পতির প্রতি সবারই আলাদা সুনজর ছিল সবসময়। কিন্তু গত ২০ আগস্ট দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন কোনো আইনজীবী ছাড়াই বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ‘অন দ্য ফ্লোর’ গায়িকা জেনিফার লোপেজ।
এরপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগে ওঠে, এই পৃথিবীতে আসলে প্রকৃত সুখী জুটি কারা?
হলিউডে মাঝে মাঝে প্রিয় তারকা জুটিদের বিচ্ছেদের খবর পাওয়া গেলেও এর মাঝেই সুখী দম্পতির খবরও কিন্তু কম নয়। তাদের খ্যাতিও রয়েছে বিশ্বের সেরা ও জনপ্রিয় জুটি হিসেবে। আসুন, এবার তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক।
রবার্ট ডাওনি জুনিয়র এবং সুসান ডাওনি:
বিশ্বের অন্যতম জনপ্রিয় হলিউড অভিনেতা রবার্ট ডাওনি জুনিয়র এবং আমেরিকান প্রযোজক সুসান ডাওনি। ২০০৩ সালে “গথিকা” ছবির শুটিংয়ের সময় তাদের পরিচয়। এরপর ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা তাদের দাম্পত্য জীবন শুরু করেন। সেই তখন থেকেই তারা ১৯ বছর ধরে এখন অব্দি একটি সুখী জীবনে জড়িয়ে আছেন।
টম হল্যান্ড এবং জেন্ডায়া:
হলিউডের অন্যতম ‘হট কাপল’ হিসেবে খ্যাত অভিনয়শিল্পী টম হল্যান্ড এবং জেন্ডায়া। হলিউডের পর্দায় হৃদয়কাড়া অভিনয় দিয়েও তারা বেশ প্রশংসিত। বেশ কয়েক বছর ধরে ডেট করছেন তারা। যদিও বিষয়টি নিয়ে তাদের কেউই এখন পর্যন্ত স্পষ্ট মুখ খোলেননি।
বিয়ন্সে এবং জে-জি:
বিয়ন্সে এবং জে-জি জুটি বিশ্বের জনপ্রিয় ও প্রভাবশালী জুটির মধ্যে অন্যতম। বিয়ন্সে মার্কিন গায়ক ও হলিউড অভিনেত্রী, এদিকে জে-জি বিখ্যাত র্যা পার। পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। বিশ্বজুড়ে তাদের অগনিত ভক্ত রয়েছে। ১০ বছরের বেশি সময় ধরে সংসার জীবনে বিয়ন্সে-জেজির ঘরে তিন সন্তান রয়েছে।
রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি:
রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি হলিউডের সবচেয়ে গ্ল্যামারাস জুটির মধ্যে অন্যতম। এই জুটিই ১০ বছরেরও বেশি সময় ধরে সংসার করছেন। রায়ান-ব্লেক দম্পতির তিন সন্তান রয়েছে।
অ্যাশটন কাচার এবং মিলা কুনিস:
অ্যাশটন কাচার এবং মিলা কুনিস বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। ২০১২ সালে তাদের প্রেম শুরু। ২০১৫ সালে বিয়ে। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। কাচার একজন মার্কিন অভিনেতা এবং প্রযোজক, আর কুনিস একজন হলিউড অভিনেত্রী। তারা তাদের কমেডিয়ান চরিত্রের জন্য বেশ পরিচিত।
রিহানা এবং এএসএপি রকি:
রিহানা এবং এএসএপি রকি বিশ্বের অন্যতম জনপ্রিয় জুটি। রিহানা একজন গায়ক এবং ব্যবসায়ী, আর এএসএপি রকি একজন র্যা পার। তারা বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের স্টাইলিশ এবং গ্ল্যামারাস জীবনযাপনের জন্য তারা দুজনই বেশ জনপ্রিয়। নিজেদের ক্যারিয়ারে এই তারকা জুটি যথেষ্ট সফল।