বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন আটক
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথের দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন (৫০) কে র্যাবের একটি দল আজ গ্রেফতার করেছে।
ফখরুল আহমদ মতছিন ইউনিয়নের কান্দিগাঁও (নোয়াগাঁও) গ্রামের মৃত আছকির আলীর পুত্র ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
বুধবার ৪ সেপ্টেম্বর তাকে বিশ্বনাথ পৌর শহর থেকে আটক করে র্যাব ৯ এর একটি দল। গত ২১ আগস্ট আদালতে দায়েরকৃত মোকদ্দমা ( বিশ্বনাথ থানায় এফআইআর নং ১২/৭৮) এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
উক্ত মামলায় অন্যান্য আসামিদের ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানায় কর্মরত এস আই অনিক বড়ুয়া।
বিশ্বনাথ থানাসূত্রে জানা গেছে ফখরুল ইসলাম মতছিন কে আদালতে পাঠানো হয়েছে।