জুড়ীতে পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় স্হানীয় কার্যালয়ে পরিবহন শ্রমিকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবহন শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ রহমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দুদু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ লুৎফর রহমান আজাদী, বড়লেখা উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ হুসাইন ইকবালসহ প্রমুখ।