দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন শাহীন
দৈনিকসিলেট ডেস্ক
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দীন শাহীন দীর্ঘ ১৫ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া হয় বিশাল গণ সংবর্ধনা।
এ সময় ফ্র্যান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান আশিকের শুভেচ্ছা জানানো বিভিন্ন প্লে কার্ড সংবর্ধনা অনুষ্ঠান স্থলে শোভা পায়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অসংখ্য নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিল রেজাউল হাসান কয়েছ লুদী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামান, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক আবু সাইদ শাহীন, সিলেট জেলা যুবদল নেতা সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, রেহান আহমদ কামরান, রানা, মিছবাহ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইছরাক আহমদ, নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন, ইকতিয়ার হোসেন বকতিয়ার, জেলা ছাত্রদল নেতা শাহজাহান আহমদ, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, সিলেট সদর উপজেলা যুবদল নেতা রায়হান আহমদ, শামীম আহমদ, আনোয়ার হোসেন, আলী হোসেন, কয়েছ আহমদ, বাচ্চু মিয়া, আব্দুস শহীদ, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আব্দুল মন্নান, শরিফ উদ্দিন, দুলাল মিয়া, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা এহিয়া আহমেদ, খাদিমনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েফ আহমদ, মিনহাজ উদ্দিন, সুমেল আহমদ, সাইনুল ইসলামসহ সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৌলভীবাজার জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।