নগদ অর্থ দিয়ে বর্ন্যাতদের পাশে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগ
শাবিপ্রবি প্রতিনিধি
নগদ অর্থ সহায়তা প্রদান করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ। বিভাগের পাশাপাশি বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান সমিতি এবং এলামনাই এসোসিয়েশনের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৃবিজ্ঞান বিভাগের এলামনাই এসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক জনাব সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস বিষয়েটি নিশ্চিত করেন।
তিনি বলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কুরমা চা বাগান এবং চাম্পারাই চা বাগানের ৫ হাজার করে মোট ১০ টি পরিবারের মাঝে এ মানবিক সহায়তায় দেওয়া হয় । বিশেষ করে যাদের বসত বাড়ি বন্যার ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেই এই সহায়তা প্রদান করা হয় বলে জানান তিনি।
এ মানবিক কর্মসূচিকালে উপস্থিত ছিলেন বিভাগটির এলামনাই এসোসিয়েশন সদস্য সহকারী অধ্যাপক সুবর্ণা নন্দী মজুমদার, প্রভাষক চাঁদ মিয়া, প্রভাষক মোহাম্মদ আশরাফুল হক প্রমুখ।
পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিভাগটির এলামনাই এসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস বলেন, আমাদের এলামনাই ও বিভাগের সমন্বয়ে আমাদের পরবর্তী কার্যক্রম হবে কুমিল্লা – ফেনী- নোয়াখালী অঞ্চলে। আমাদের সাধ্য অনুসারে সেখানে কিছু পুনর্বাসন সহায়তা প্রদান করব।