সনাতন বিদ্যার্থী সংসদ, সুসক শাখার নেতৃত্বে বিশ্বজিৎ-অর্পিতা
দৈনিকসিলেট ডটকম
সুনামগঞ্জ সরকারি কলেজ (সুসক) অধ্যয়নরত সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন “সনাতন বিদ্যার্থী সংসদ”এর ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি পদে গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ রায় তমাল ও সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী অর্পিতা দাস-কে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর’২৪) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শতাব্দী দাশ। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক গণিত বিভাগের ৩য় বর্ষের দিপ্ত দে এবং একই বর্ষের দর্শন বিভাগের পূর্বা চৌধুরী। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের বর্না দাস। উপ-কোষাধ্যক্ষ ৩য় বর্ষের ইংরেজি বিভাগের গীতশ্রী রায় ও একই বিভাগের ২য় বর্ষের শান্ত দাস।
সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের ৩য় বর্ষের পারমিতা রায়।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসাববিজ্ঞানের ৩য় বর্ষের শিউলী রায়, একই বিভাগের ১ম বর্ষের দীপ্ত তালুকদার। এবং সহকারী হিসেবে আছেন দ্বাদশ শ্রেণীর সেজুতি চৌধুরী অর্পা।
দপ্তর সম্পাদক দর্শনের ৩য় বর্ষের অনন্ত সরকার। সহ-দপ্তর সম্পাদক গণিত বিভাগের ২য় বর্ষের শাওন বর্মন। সহ-দপ্তর সম্পাদক হিসেবে আরও আছেন দ্বাদশ শ্রেণীর অন্তর পাল। নিলয় পাল।
সংসদের ধর্মচক্র বিষয়ক সম্পাদক ডিগ্রীতে অধ্যয়নরত ৩য় বর্ষের চিন্ময় বনিক।উপ-ধর্মচক্র বিষয়ক সম্পাদক উদ্ভিদবিজ্ঞানের ১ম বর্ষের রুমন সাহা। অর্থনীতির ১ম বর্ষের প্রনব গোস্বামী। এছাড়াও দ্বাদশ শ্রেণীর দুর্জয় দাস ধ্রুব ও বৃষ্টি পাল।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাষ্টবিজ্ঞানের ২য় বর্ষের অন্তর কর। সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাংলা ১ম বর্ষের স্বর্না দাস। আরও আছেন দ্বাদশ শ্রেণীর সৃষ্টি রায় ও অনন্যা তালুকদার।
ত্রাণ ও দুর্যোগ সম্পাদক গণিতের ৪র্থ বর্ষের প্রান্ত বিশ্বাস। সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইতিহাস ২য় বর্ষের শুভ্র চন্দ শুভ। এছাড়াও দ্বাদশ শ্রেণীর আকাশ সরকার ও অর্নব চক্রবর্তী।
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন উদ্ভিদবিজ্ঞানের ১ম বর্ষের সঞ্চিতা দাশ মিথিলা। সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ডিগ্রী ১ম বর্ষের বন্যা দাস ও ইংরেজি বিভাগের একই বর্ষের প্রত্যাশা চৌধুরী। এছাড়াও সহকারী আছেন দ্বাদশের হিমেল তালুকদার ও টুটন পাল।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের ১ম বর্ষের প্রদ্যুতি চৌধুরী। সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দ্বাদশ শ্রেণীর দেবপ্রিয় দে মিশন ও পার্থ রায়।
সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা ২য় বর্ষের জয় কান্তি দাস। সহ-সাংস্কৃতিক সম্পাদক উদ্ভিদবিজ্ঞানের ১ম বর্ষের ঐশী রায়। এছাড়াও সহকারী হিসেবে আছেন একাদশের সৌভিক চৌধুরী।
কার্যকরী সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে পিংকি দাস (হিসাববিজ্ঞান ৩য় বর্ষ), তুষার সরকার তুর্য (গণিত ১ম), শ্রীপ্রান্ত চন্দ (ইন্টার ১ম), প্রান্ত সরকার (অর্থনীতি ১ম), দিপাঞ্জন দে (ইন্টার ১ম), সুজয় কান্তি দাশ (ইন্টার ২য়),শ্রীবিদিপ্ত চক্রবর্তী (ইন্টার ২য়), প্রিতম নন্দী (ইন্টার ২য়)
এছাড়াও উক্ত সংগঠনের বিদ্যার্থী উপদেষ্টাবৃন্দ হলেন তৃণা তালুকদার হীরা, প্রীতিকা রায় পিউ, সৌরভ সরকার, নিক্সন দে, রাহুল দাস, মহিতোষ সরকার।
শাখার বিদ্যার্থী উপদেষ্টা প্রীতিকা রায় পিউ জানান, আমরা অনেক উচ্ছ্বাসিত সবিসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পেরে। এছাড়াও সনাতন বিদ্যার্থী সংসদ,বাংলাদেশ শাখার সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শ্রীকুশল বরণ চক্রবর্তী জানান, সুনামগঞ্জ সরকারি কলেজের সবিস শাখা বাংলাদেশের সবিস শাখাসমূহের সক্রিয়তায় সেরা দশটির একটি বলে মনে করি। সবিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি শ্রী অপু চক্রবর্তী সবিস সুসক শাখার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় ও হিন্দু শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সনাতন বিদ্যার্থী সংসদ,সুসক কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।