গোয়াইনঘাটে ৯০ বস্তা চিনি জব্দ
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে পাচারকালে ২টি ডিআই ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গোয়াইনঘাট উপজেলার জাফলং গুচ্ছগ্রাম মোড় থেকে চিনি ভর্তি ২টি গাড়ী জব্দ করা হয়। তবে গাড়ীর চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, চিনি, মাদক সহ ভারতীয় বিভিন্ন পন্য অবৈধভাবে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেদারসে আসছে। এসব চোরাচালানে সক্রিয় ছিলো আওয়ামিলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাই তৎকালীন সময়ে মাঝে মধ্যে লোক দেখানো কিছু অভিযান হলেও চোরাকারবারিরা ক্ষমতার বলে কিংবা পুলিশকে মেনেজ করেই এসব চোরাচালান করে আসছিলো। গত ৫ই আগষ্ট আওয়ামিলীগ সরকারের পতনের পর থেকে সেনাবাহিনী মাঠে থাকায় চোরাকারবারিরা কিছুটা নিষ্ক্রিয় ছিলো। কিন্তু ধীরে ধীরে আবার সরব হচ্ছে চোরাকারবারি সিন্ডিকেট।
দুটি চিনি ভর্তি গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি শাহ হারুনুর রশিদ বলেন, নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে। দেশের চলমান সংকট ও পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলার কিছুটা বিঘ্ন ঘটেছে, আর এই সুযোগটাই নিচ্ছে চোরাকারবারিরা। এখন ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।