এবি পার্টি থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার রাজ্জাক
দৈনিকসিলেটডেস্ক
আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মতবিরোধ হওয়ায় তিনি দলটি থেকে পদত্যাগ করেছেন।
যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী ব্যারিস্টার রাজ্জাক হোয়াটসঅ্যাপ বার্তায় সংবাদমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই বার্তায় তিনি জানিয়েছেন, এবি পার্টির নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ হয়েছে। এ জন্য তিনি দলটি থেকে পদত্যাগ করেছেন।
ব্যারিস্টার রাজ্জাক এবি পার্টির উপদেষ্টা হওয়ার আগে আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন তিনি। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া দলের একাধিক নেতার আইনজীবীও ছিলেন ব্যারিস্টার রাজ্জাক।
২০১৯ সালে জামায়াত থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার রাজ্জাক। এর আগে তিনি দলটিতে সংস্কারের তাগিদ দিয়েছিলেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।