সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে টিসি নিয়ে ভর্তি করার অভিযোগে থানায় জিডি
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের শিক্ষকমন্ডলীদেরকে হুমকির মুখে ফেলে শিক্ষার্থীদেরকে অন্য কলেজে টিসি নিয়ে ভর্তি করার অভিযোগে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। ১৬ জনের নামে অভিযোগ করে অজ্ঞাত অনেকে আসামি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন নগরের সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ বদরুল আলম।
বাদির অভিযোগ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, অর্ণব-০৩, মিরের ময়দানের প্রতিষ্ঠান সুনাম ও সাফল্য দেখে কিছু কুচক্রী মহল মূলত দুষ্কৃতকারী এবং ছাত্রলীগের সাথে জড়িত। সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রুহেল আহমদ ও তাব অনুসারীরা বিভিন্ন সময় প্রতিষ্ঠানে এসে অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীদেরকে হুমকির মুখে ফেলে শিক্ষার্থীদেরকে অন্য কলেজে টিসি নিয়ে ভর্তি করে দেয়। টিসিধাী শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ না করে জোরপূর্বক টিসি নিতে প্রতিষ্ঠান প্রধানকে বাধ্য করে। এমনকি প্রতিষ্ঠানের নির্ধারিত টিউশন ফি ও ফরম পূরণের ফি প্রদান না করে জোরপূর্বক হুমকি-দামকি দিয়ে ফরম পূরণে বাধ্য করতো।
গত ৫ই আগস্টের পর জোরপূর্বক ফরম পূরণ শিক্ষার্থীদেরকে টাকা প্রদানের জন্য প্রতিষ্ঠানের দায়িত্বশীল শ্রেণি শিক্ষক ফোন করলে তারা ও তাদের সাঙ্গপাঙ্গরা এবং তাদের মতাদর্শের শিক্ষার্থীরা WhatsApp Messenger-এ গ্রুপ খুলে তাহারা সংঘটিত হয়ে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কলেজে প্রতিষ্ঠানের দায়িত্বরত রেক্টর শামসুর রহমান এবং কলেজের উপর হামলা করার জন্য ৩ সেপ্টেম্বর বিকাল ৩.৩০ ঘটিকার সময় স্টেডিয়াম এলাকায় প্রোগ্রাম করেছেন। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়রী করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ।
এদিকে, রোববার সকাল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চলাকালীন অবস্থায় দুপুরে দ্বাদশ শ্রেণীর বর্তমান ১৫/১৬জন ও সাবেক ১৫/২০ জন ছাত্র মিলে কলেজ ক্যাম্পাসের সামনে কলেজ নিয়ে বিরোধ মন্তব্য এমনকি কলেজের সামনে হস্তুগুলো সৃষ্টি করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরে ক্যাম্পাস ছেড়ে চলে যায়।