আলিয়া ভাটের জীবনযুদ্ধ
দৈনিকসিলেটডেস্ক
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিভিন্নরূপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান বেশ শক্ত করে নিয়েছেন। নিষিদ্ধ পল্লী থেকে খেলার মাঠ, সব জায়গাতেই তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এবার মুক্তির অপেক্ষায় থাকা তার ‘জিগরা’ সিনেমায় অন্য এক আলিয়াকে দেখতে যাচ্ছে ভক্তরা।
আলিয়া ভাটের নতুন সিনেমা ‘জিগরা’। সিনেমাটির প্রচারে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা।
এবার সিনেমার ট্রেলার প্রকাশ হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এ সিনেমাটি। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারে দেখানো হয়েছে, ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে এতিম হয়েছেন আলিয়া ও তার ছোট ভাই। এরপর ভাইকে নিয়েই তার জীবনযুদ্ধের শুরু। ট্রেলারের একপর্যায়ে দেখা যায়, তার ভাই বিদেশের কোনো এক জেলখানায় আটক। তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। তাকে বাঁচাতে আলিয়া একের পর এক ভয়ংকর মুহূর্তেই সম্মুখীন হচ্ছেন।
আলিয়া ভাট অভিনীত আসন্ন সিনেমা ‘জিগরা’। এ সিনেমায় তার সঙ্গে ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন উঠতি তারকা বেদাং রায়না। পুরো ট্রেলার জুড়ে অ্যাকশন ভূমিকায় দেখা গেছে আলিয়াকে। সিনেমাটি পরিচালনা করেছেন ভাসান বালা।