মাধবপুরে বিদেশি মদসহ দুই যুবক গ্রেফতার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ২৩ বোতল মদ সহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে মাধবপুর থানার এসআই মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভারতীয় ২৩ বোতল মদসহ দুইজন মাদক পাচারকারী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার উভয় তামলা ইউনিয়নের বাসিন্দা মোঃ ছালাম মোল্লার ছেলে সেলিম মোল্লা (৩২),। মোঃ এলেম শেখর ছেলে শেখ শাহিন (২৫)।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।